নানা কর্মসুচির মধ্য দিয়ে বাগেরহাটে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি  :: বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এদিন বিকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলরোডে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা শেষে ৬৯ পাউন্ডের কেক কাটেন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, এ্যাড. কাজী মনোয়ার হোসেন, এ্যাড. আলী আকবর, কাজী মুকিত হোসেন ঝন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, জেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল বাকী তালুকদার, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ মোল্লা দোলন, যুবলীগ নেতা ফারুক তালুকদার, জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here