নবীনদের বরণ করল গ্রিন ইউনিভার্সিটিঢাকা :: রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেওড়াপাড়াস্থ ক্যাম্পাসে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফয়জুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে জ্ঞানের পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। মনে রাখতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান তোমাদের মায়ের মত। আগামী চার বছর এখান থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
উপ-উপাচার্য ড. মো. ফৈয়াজ খান বলেন, প্রত্যেক শিক্ষার্থীই যোগ্য। সবাই সমাজ ও রাষ্ট্রকে সেবা করার ক্ষমতা রাখে। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিয়মিত ক্লাসে অংশগ্রহণ। জীবনে এগিয়ে যেতে সত্যিকারের জ্ঞানার্জনের উপর গুরুত্বারোপ করেন তিনি।

গ্রিন বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অক্সফোর্ড তৈরিতে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশীদার হওয়ার আহ্বান জানান কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে সংক্ষিপ্ত প্রেজেন্টশন দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।-প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here