‘মিস ওয়ার্ল্ড ২০১৬’ নির্বাচিত হলেন পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালে। রবিবার সন্ধ্যায় আমেরিকার এম জি এম ন্যাশনাল হারবার রিসর্টে তার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের ‘মিস ওয়ার্ল্ড মিরিয়া লালাগুনা।

এ বছর প্রতিযোগিতায় প্রথম পাঁচটি স্থানে জায়গা পেয়েছিল কেনিয়া, ফিলিপাইন, পুয়ের্তো রিকো, ডোমিনিকান রিপাবলিক এবং ইন্দোনেশিয়া। ফাইনালে মিস ডোমিনিকান রিপাবলিক ইয়েরিতজা মিগুয়েলিনা রেইজ রামিরেজ এবং মিস ইন্দোনেশিয়া নাতাশা ম্যানুয়েলাকে হারিয়ে মিস ওয়ার্ল্ড এর মুকুট স্টেফানির মাথায় ওঠে।

১৯ বছর বয়সী স্টেফানি নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটির ছাত্রী। ইংরেজি, ফরাসি এবং স্পেনীয় ভাষায় দক্ষ। পড়াশোনা শেষ করে হলিউডে নাম লেখানোর ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে এ বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ঘিরে কম বিতর্ক হয়নি। কানাডার হয়ে প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন চীনা বংশোদ্ভূত অ্যানাস্তেসিয়া লিন। চীনে জন্ম হলেও, মাত্র ১৩ বছর বয়স থেকে কানাডায় বাস করছেন তিনি। গত বছর মিস কানাডা হয়েছিলেন। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম লেখানোর পর থেকেই চীনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে গলা চড়িয়েছিলেন তিনি।

আয়োজকদের তরফে বারবার সাবধান করা হয় তাকে। চীনের বিরুদ্ধে মুখ খুলে এর আগেও সমস্যায় পড়েছিলেন তিনি। গত বছর চীনেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। কিন্তু তাকে ভিসা দিতে অস্বীকার করে বেইজিং।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here