court_117905রাজধানীতে হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। এর পর পরই দুপুর পৌনে ১২টার দিকে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় শিলা বৃষ্টি। আর এই ঝড়ের কারণে ভেঙে পড়েছে সুপ্রিম কোর্টের সীমানা প্রাচীর।

বার কাউন্সিলের গেট থেকে সুপ্রিম কোর্টের মূলগেট পর্যন্ত সীমানাপ্রাচীর ভেঙে যায়। তবে ঝড়ের সময় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সীমান প্রাচীর ধসে পড়ার পরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধসে পড়া প্রাচীরের দুই পাশে পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সীমানা প্রাচীরের উপর প্রায় ৫০ থেকে ৬০ ফুট লম্বা একটি মেহগনি গাছ উপড়ে পড়ে এ সীমানা প্রাচীরিটি ভেঙ্গে যায়।

হাইকোর্টের অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমানা প্রাচীর ধসে পড়ার পরে আমরা তাৎক্ষণিক ইটের দেয়াল দেয়া সম্ভব না। আপাতত টিনের বেড়া দেয়া (সীমানা দেয়াল) হবে।  তার পরবর্তী পর্যায়ে সীমানা প্রাচীর (ইটের দেয়াল) তৈরি করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here