ষ্টাফ রিপোর্টার :: আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে “মুক্তির সুরে মাউথ অর্গান” শীর্ষক অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার প্রথম নারী হারমোনিকা বাদক ডা. ববিতা বসুর অর্কেষ্ট্রা টিম “দি হারমোনাইজার্স” অর্কেষ্ট্রা পরিবেশন করবেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ও পশ্চিমা দেশাত্ববোধক টিউন এবং বাংলাদেশের কালজয়ী দেশাত্ববোধক গান, “এই পদ্মা এই মেঘনা” “সব কটা জানালা খুলে দাওনা” “পূর্ব দিগন্তে সূর্য ঊঠেছে” “শোন একটি মুজিবরের থেকে” ও “জয় বাংলা বাংলার জয়” গানসমূহ ‘‘দি হামরোনাইজার্স’’ টিমের পরিবেশনায় থাকবে।

উল্লেখ, অর্কেষ্ট্রা টিম “দি হারমোনাইজার্স” মি. রানা দত্তের তত্ত্বাবধানে ডা. ববিতা বসুর সৃষ্ট এক অনন্য প্রতিষ্ঠান। বিস্তৃত পরিসরে মূলধারার মিউজিকের সাথে ইনস্ট্রুমেন্টাল অর্কেষ্ট্রোশন পরিবেশন এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। ববিতা বসু পেশায় একজন এনেসথেসিওলজিস্ট হলেও এ পর্যন্ত ৬ টি মিউজিক এ্যালবাম প্রকাশ করেন। এছাড়া ববিতা বসু দূরদর্শন কোলকাতা, তারা মিউজিক, এফ,এম রেইনবো, মেট্রো রেলওয়েজে নিয়মিত পারফর্ম করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here