চূড়ান্ত ও শেষ টেস্টে ২৫১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছে সফরকারী পাকিস্তান। সর্বশেষ তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৪৯ রান। ২৯  রানে ইউনিস খান ও ৩ রানে ব্যাট করছেন অধিনায়ক মিসবাহ-উল হক। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখনো তারা ৮৯ রানে পিছিয়ে রয়েছে।

কুয়াশায় আলোক স্বল্পতার কারণে আজো খেলা দেরীতে শুরু হয়। শুরু থেকে দুই অপরাজিত সতর্কতার সাথে খেলতে থাকেন। গতকালের ২৬ রানের সাথে আজ আরো ৩১ রান যোগ করে ব্যক্তিগত ৫৭ রানে সাজঘরে ফেরেন আজহার আলি।

সাবিক আল হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে এই রান সংগ্রহে তিনি সাতটি চারের মার মারেন। তবে একপ্রান্ত আগলে ওপেনার তৌফিক ওমর শতক তুলে থামেন দলীয় ২৪৫ রানে। নাজমুল হোসেনের বলে শাহরিয়ার নাফিসের তালুবন্দি হওয়ার আগে ১৬ চারে তিনি করেন ১৩০ রান।

তৌফিকের সাথে ৯৫ রানের জুটি ভাঙার পর ইউনিস খান দলীয় অধিনায়ক মিসবাহ-উল হককে নিয়ে দলের হাল ধরেছেন।

বাংলাদেশের পক্ষে প্রথম উইকেটটি পেয়েছিলেন নাজমুল হোসেন। তিনি মোহাম্মদ হাফিজকে ১৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন।

এরআগে সাকিবের (১৪৪) শতক আর শাহরিয়ার নাফিসের দৃষ্টিনন্দন ৯৭ রানে ভর করে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here