তিন নারী ছিনতাইকারী গ্রেপ্তার

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি :: শরীয়তপুরে তিন নারী ছিনতাইকারী গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাশীপুর হিন্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশের্ সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর থানার ধরমন্ডল গ্রামের জুনায়েদ শিকদারের স্ত্রী পারভীন বেগম (৩৫), খালেক মোল্যা স্ত্রী আয়শা বেগম ওরফে সুফিয়া (২০) ও বাচন মিয়া স্ত্রী স্বপ্না বেগম (১৯)।

এজাহার সূত্রে জানা যায়, দড়িচর দাদপুর এলাকার হারুন অর রশিদ মল্লিকের স্ত্রী লুৎফা বেগম আংগারিয়া বাজার থেকে টেকের হাট যাওয়ার উদ্দেশ্যে সুমন সরদারের ইজিবাইকে ওঠে। তখন নারী ছিনতাইকারীগনও ওই ইজিবাইকে ওঠে। কাশিপুর হিন্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশের্ সড়কে পৌছালে ছিনতাইকারী পারভীন ও তার সহযোগীরা লুৎফাবেগম গলায় থাকা স্বর্ণের চেইন ছিড়ে নেয়ার চেষ্টা করে। টের পেয়ে লুৎফা বেগম ছিনতাইকারী পারভীন বেগমের হাত ধরে ফেলে।

পরে ইজিবাইক চালক ও স্থানীয়দের সহায়তায় ছিনতাইকারীদের আটক করে পালং মডেল থানায় সংবাদ দেয়া হয়। পুলিশ গিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মো. ইসমাইল মল্লিক বাদী হয়ে মামলা দায়ের করেছে।

পালং মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, স্থানীয় জনতা তিন নারী ছিনতাইকারীদের আটক করে থানায় সংবাদ দেয়। পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ছিনতাই যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here