তাহমিনা শিল্পী’র কবিতা ‘নুহাশপল্লী আজও তোমার অপেক্ষায়’

 

নুহাশপল্লী আজও তোমার অপেক্ষায়

-তাহমিনা শিল্পী

নুহাশ পল্লীর প্রতিটি ঘাস জানে তুমি তাদের কতটা আপন।কান্নাগুলো তাই লিলুয়া বাতাসে জাগায় বিরহী কাঁপন।রাজহাঁসগুলো এখনও ভাসে দিঘি লীলাবতী জলে।ডুব-সাঁতারে জলতরঙ্গ বাজে না মাতাল কোনও সুরে।

বর্ষা এলেই বৃষ্টি ঝরে বৃষ্টিবিলাসের চালে,থাকে না কোন ছন্দ।ভূতবিলাসের দুষ্টু ভূতেরা নির্বাক এখন, ভীষণরকম শান্ত।লিচু তলায় নবনী গাইছে বসে মন কেমনের গান।উদাস হয়ে উড়ছে তার নীল শাড়ির আঁচল।

চেয়ারগুলো শূণ্য আজও তোমার অপেক্ষায়।দাবার কোটটা ফ্যালফ্যাল করে কেবল এদিক ওদিক চায়!

তুলোর মত নরম মেঘের পথ ধরে হাঁটতে হাঁটতে ঘোরাঞ্চলে সেই যে তুমি গেলে।ফিরলে না আর, সবকিছু ছেড়ে গিয়ে বল কি সুখ সেখানে পেলে?

ছুঁ মন্তরে ফিরে এসো, একবার বাড়াও দুটি হাত।খোঁপায় কদম জড়িয়ে তোমায় নিয়ে নাচবে রূপা।গৃহত্যাগী জোছনায় ভাসবে নুহাশপল্লীর জলভরা মাঠ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here