প্রেস বিজ্ঞপ্তি


নানা কারণেই বিতর্কিত টিভি অভিনেত্রী তারিন-এর বিরুদ্ধে টেলিফিল্মের নাম চুরির অভিযোগ তুলেছে চলচ্চিত্র প্রযোজনা এবং পরিবেশনা প্রতিষ্ঠান ভিবজিওর  ফিল্মস। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে এটিএন বাংলা চ্যানেলে চালানোর জন্য অভিনেত্রী তারিনের মালিকানাধীন তথাকথিত প্রযোজনা প্রতিষ্ঠান “নিউ ট্রি” বা নতুন গাছ ‘সংশয়’ নামে একটি টেলিফিল্ম বানানোর ঘোষণা দেন কয়েক সপ্তাহ আগে। তারিনের এই ঘোষণা ২/১টি পত্রিকায় প্রকাশিত হবার পর-পরই ভিবজিওর ফিল্মস-এর পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজিবি এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক [মোবাইল নং ০১৯১-৪৮৫৮৪৫৮] গত ২৫ অক্টোবর ২০১১ তারিখে অভিনেত্রী তারিন, নাট্য পরিচালক তানভির হোসেন প্রবাল বরাবরে একটি লিগ্যাল নোটিস পাঠান। এটির অনুলিপি এটিএন বাংলা কর্তৃপক্ষকেও দেয়া হয়। উক্ত লিগ্যাল নোটিসে অভিনেত্রী তারিনকে জানানো হয় যে, ‘সংশয়’ নামে ভিব্জীয়র ফিল্মসের প্রযোজনায় একটি টেলিফিল্ম চলতি বছরের শুরুতেই নির্মিত হয়েছে, যাতে অভিনয় করেছেন, শোয়েব, তানজিকা, প্রবীর মিত্র, নাসিমা খান, আব্দুল আজিজ, মেসবাহ প্রমুখ। চিত্র ধারণ করেছেন, চলচিত্রের চিত্র গ্রাহক এস ডি বাবুল। তারিনকে তার নির্মিতব্য টেলিফিল্মের নাম ‘সংশয়’ না রাখার এবং লিগেল নোটিস প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যেই পত্রিকায় ঘোষণা দিয়ে সেই নাম প্রত্যাহারের অনুরোধ করা হয়। কিন্তু, আইনের প্রতি চরম অশ্রদ্ধা দেখিয়ে তারিন সম্পূর্ণ অবৈধ পন্থায় ‘সংশয়’ নাম ব্যবহার করেই টেলিফিল্মটি  নির্মান করেন এবং নাম চুরির বিষয়টি গোপন রেখেই তা প্রচারের জন্য এ টি এন কর্তৃপক্ষের কাছে জমা দেন। এমতাবস্থায় এটিএন কর্তৃপক্ষ ৬ নভেম্বর ২০১১ তারিখের কয়েকটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপনের মাধ্যমে ১০ নভেম্বর ২০১১ বিকেল ৩:৪৫ মিনিটে ‘সংশয়’ নামক টেলিফিল্মটি প্রচারের ঘোষণা দিলে ভিবজিওর  ফিল্মস কতৃপক্ষ এ টি এন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিষয়টি লিখিতভাবে অবহিত করে এই টেলিফিল্মটি প্রচারে বিরত থাকার অনুরোধ জানায়।

কিন্তু অত্যন্ত বিস্ময়করভাবেই এটিএন বাংলার জনৈক কর্মকর্তা প্রথমে এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক এবং পরে ভিবজিওর ফিল্মস-এর সাথে যোগাযোগ করে উক্ত টেলিফিল্মটি চালাতে তারিনকে বাঁধা না দেয়ার অনুরোধ জানাতে থাকেন। উক্ত কর্মকর্তা আরো বলেন, নাম নিয়ে আইনগত বিতর্ক থাকা টেলিফিল্মটি  চালাতে এটিএন বাংলা চ্যানেল কতৃপক্ষের কোনই বাঁধা নেই। তিনি এই বিষয় নিয়ে তারিনের সাথে বিবাদে না জড়ানোরও পরামর্শ দিলে ভিবজিওর ফিল্মস স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, উক্ত টেলিফিল্মটি ‘সংশয়’ নামে এটিএন বাংলা চ্যানেলে প্রচার করা হলে ভিবজিওর ফিল্মস কতৃপক্ষ ঈদের ছুটির পর অভিনেত্রী তারিন, নাট্য পরিচালক তানভির হোসেন প্রবালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা দায়ের করবে। ভিবজিওর ফিল্মসের আইনজীবিকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি প্রেরক:

আমানুর রশিদ
ব্যবস্থাপক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here