ডিএমপি ট্রাফিক বিভাগস্টাফ রিপোর্টার :: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এসব অভিযানকালে ২হাজার ৩শ’ ৮৭টি মামলা ও ৮ লাখ, ৮৯হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ১১ গাড়ি ডাম্পিং ও ২৭৩টি গাড়ি রেকার করা হয়। গতকাল শুক্রবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করেছে।

ট্রাফিক সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৮৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭১টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২৬টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৬৫২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ২৩টি মোটর সাইকেল জব্দ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here