বাংলাদেশের জাতীয় একটি দৈনিকের উপর ক্ষোভ প্রকাশ করলেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী দাবি করেন, তিনি কখনো বলেননি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চান। এ নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এ অভিনেত্রী।

জয়া লিখেন, ‘৩০ ডিসেম্বর প্রথম আলোর বিনোদন পাতায় একটি সংবাদে ছাপা হয়েছে, আমি নাকি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে সমালোচিত হয়েছি। এই বছর আমার অর্জন গুলো কে ঠিক মতো উপস্থাপন না করে ভুল অর্ধসত্য সংবাদ মুদ্রণে আমার শুভাকাঙ্ক্ষী এবং ভক্তদের বিভ্রান্ত করা হয়েছে। কৌশিক গাঙুলির ‘বিসর্জন’ চলচ্চিত্রটির ডাবিং চলাকালে আনন্দ বাজার পত্রিকার কিছু সাংবাদিক ও চলচ্চিত্রটির কিছু কলাকুশলী আমার অভিনয়ে মুগ্ধ হয়ে বলেছিল আমি বিসর্জনের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারতাম যেহেতু আমি ভারতের নাগরিক না তাই এই পুরস্কার থেকে বঞ্চিত হবো। তারা ঠাট্টা করে বলে, আমি যদি কোন ভারতীয় নাগরিক বিয়ে করি তাহলে এই সমস্যার সমাধান হয়। আমিও ঠাট্টা করে বলি কোন ভারতীয় নাগরিককে বিয়ে করাতো সম্ভব না আমি বরং আপনাদের এখানে কোন গাছকে বিয়ে করি। এই সংবাটিই আনন্দ বাজার পত্রিকায় ছাপা হয়েছিল। যা আমি মনে করি আমার জন্য সম্মানের। এই সংবাদের জন্য আমি সমালোচিত নই বরং প্রশংসিত। আমার সম্বন্ধে এ ধরনের ভুল সংবাদ এর আগেও আমাকে ক্ষতিগ্রস্ত করেছে। সাংবাদিকদের কাছে অনুরোধ আমাকে নিয়ে যে কোন সংবাদ ছাপানোর আগে অন্তত সত্যটা যাচাই করে নিবেন।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here