সিলেট: প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ ফের চালু হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. আবদুর রাজ্জাক জানান, সাড়ে ৯টায় দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় তেলের ট্যাংকারবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত ওয়াগন সরানোর পর বিকাল সাড়ে ৩টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের মগলাবাজারে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here