ছাতায় ফ্যাশন
স্টাফ রিপোর্টার :: শুধু বৃষ্টি বা রোদ থেকে বাঁচতে নয়, ছাতা এখন ব্যবহার হচ্ছে ফ্যাশন অনুসঙ্গ হিসেবে। রুচি ও পোশাকের সঙ্গে মিলিয়ে কিনতে পারেন ছাতা। বিভিন্ন নকশা ও প্যাটার্নের ছাতা এখন পাওয়া যায় বাজারে।
সাধারণত ছাতার কথা শুনলেই চোখে ভাসে কালো একটি বস্তুর প্রতিচ্ছবি। তরুণ-তরুণীদের ফ্যাশনের কথা মাথায় রেখে বাজারে এসেছে অনেক ফ্যাশনেবল ছাতা। সহজে ব্যাগে ডুকিয়ে রাখা যায়—তরুণরা এমন ছাতা ব্যবহার করতে পারেন। ক্যাপসুল ছাতা ব্যবহারের পর মুড়ে রাখলে তা থেকে পানি ঝরে না। তরুণীদের জন্য লেডিস ফ্যাশনেবল ছাতায় পুঁতি কিংবা জরির কাজ করা থাকে।
অফিসের জন্য ব্যাগে বা পকেটে রাখতে সুবিধা হয় এমন তিন ভাঁজবিশিষ্ট ছাতা কিনতে পারেন। আবার উল্টো করে ঝুলিয়ে রাখা যায় এমন বিশেষ ছাতাও ব্যবহার করতে পারেন। এসব ছাতা বেশ মজবুত দেখতেও কিছুটা ফর্মাল।
ছাতা ব্যবহারে ভিজে যাওয়ার পর কিছুক্ষণ মেলে রেখে পানি ঝরাতে হবে। তারপর ভাঁজ করে ছাতার ব্যাগে ভরে রাখলে ছাতা ভালো থাকবে। অন্যথায় ছাতার স্থায়িত্ব কমবে। জং ধরবে। বাইরে বের হওয়ার আগে দেখে নিন টিপ ছাতার বোতাম ঠিকঠাক কাজ করছে কি না।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here