bholaবিশেষ প্রতিনিধি: চরফ্যাশনে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম ও এনজিও ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। এতে ভোলা জেলায় চরফ্যাশন উপজেলায় কর্মরত ২৫ জন সংবাদকর্মী অংশ নেন।

কর্মশালায় প্রশিক্ষণ দেন- বাসসের সিনিয়র সাব এডিটর খায়রুজ্জামান কামাল, এশিয়া এইজের সাংবাদিক সেলিম সামাদ ও উপকূলের অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। কর্মশালায় সভাপতিত্ব করেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবুল হাসেম মহাজন।

এর শুভ সূচনা করেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনোয়ার হোসেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চরফ্যাশন প্রেসক্লাব সম্পাদক প্রভাষক মনির আহমেদ শুভ্র। কর্মশালায় আরো উপস্তিত ছিলেন বিএমএসএফ চরফ্যাশন সমন্বয়কারী শিপু ফরাজী ।

কর্মশালায় জাতিসংঘ নারী সনদ, মানবাধিকার সনদ ও শিশু অধিকার সনদ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here