চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৫০টি বর্জ্য অপসারণ ভ্যান প্রদান করল এক্সিম ব্যাংকচট্টগ্রাম:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘ডোর টু ডোর পরিচ্ছন্নতা কার্যক্রম’কে উদ্বুদ্ধ করতে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৫০টি বর্জ্য অপসারণ ভ্যান প্রদান করেছে।

২০ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এক্সিম ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার নিকট থেকে ভ্যানগুলি গ্রহণ করেন।

ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক পরিবেশ সচেতন ব্যাংক। অভ্যন্তরীনভাবে আমরা সব সময় গ্রিন ব্যাংকিং অনুসরণ করে চলি এবং বিনিয়োগের ক্ষেত্রেও পরিবেশ সচেতন প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে থাকি। পরিবেশের প্রতি আমাদের এই দায়বদ্ধতা থেকেই আমরা সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে অতীতেও পৃষ্ঠপোষকতা করেছি বর্তমানেও করছি।

এ সময় ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এস. এম. আবু জাকের এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here