চট্টগ্রাম: সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী এ কর্মসূচির ঘোষণা দেন।

রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের তালতলী বাজারে বিএনপির সংসদ সদস্য মোস্তাফা কামলা পাশার বাড়িতে আগুন দেয়া হয়। বিএনপি নেতাকর্মীরা এঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।

শনিবার রাতে একদফা, রোববার সকালে দ্বিতীয় দফা ব্যাপক সংঘর্ষের পর বিকেলের দিকে এমপি মোস্তাফা কামাল পাশার বাড়িতে হামলা চালানো হয়। এসময় তার বাড়ির কাচারী ঘর, বৈঠক খানা ও গোয়াল ঘরে আগুন দেয়া হয়। এসময় এমপি বাড়িতে অবস্থান করলে একপর্যায়ে পুলিশ এসে তাকে নিরাপদ হেফাজতে নিয়ে যায়।

এর আগে বিএনপি কর্মীদের হামলায় এক যুবলীগ কর্মী আহত হওয়ার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির ৩ জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার সকালে স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টায় স্থানীয় বিএনপি দলীয় এমপি মোস্তাফা কামাল পাশার বাড়ির পাশে স্থানীয় যুবলীগ কর্মী আকবর হোসেনকে কুপিয়ে জখম করেন বিএনপিকর্মীরা। এ ঘটনার প্রতিশোধ নিতে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ রোববার সকালে বিএনপির হামলাকারী নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় আওয়ামী লীগের কর্মীরা গুলি ছুঁড়লে সংসদ সদস্যের ছেলে ইকবাল পাশা জাবেদ গুলিবিদ্ধ হন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here