“খাগড়াছড়ি এক্সপ্রেস ট্রেন”আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির একমাত্র বিনোদন প্রেমিদের নিরীবিলি পরিবেশে মন হারানোর স্থান হর্টি কালসার পার্কে উদ্বোধন হলো খাগড়াছড়ি এক্সপেস ট্রেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় হর্টি কালসার পার্কে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের সহ ধর্মিনী,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,পাজেপ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু,নির্মলেন্দু চৌধুরী,খোকনেশ্বর ত্রিপুরা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়-য়া প্রমূখ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০ লক্ষ টাকা ব্যয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের বাস্তবায়িত ৩৮০ ফুট বিত্তাকার এ ট্রেনে চালক ছাড়াও রয়েছে ৯ আসনের ব্যবস্থা। এ যেখানে ৩জন করে বসলেও বিনোদন প্রেমি ৩৬জন যাত্রী চড়তে পারবে। উদ্বোধন শেষে পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here