আইন-শৃঙ্খলা রক্ষার্থে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাস দমন ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করার লক্ষ্যে কুষ্টিয়ায় সোমবার মধ্যরাত থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ অভিযানে কুষ্টিয়া জেলা পুলিশ  ৫১জনকে গ্রেপ্তার করেছে, উদ্ধার করেছে ২৬ বোতল ফেন্সিডিল, ১ কেজি ৩ শ গ্রাম গাঁজা, ১শ গ্রাম হেরোইন ও ৮ লিটার তাড়ি। পুলিশের একটি সুত্রে জানা যায়, মঙ্গলবার অভিযান চলাকালে কুষ্টিয়া মডেল থানার ওয়ারেন্টভুক্ত ৮ জন, কুমারখালী থানায় ৯ জন, খোকসা থানায় ২ জন, মিরপুর থানায় ৩শ গ্রাম গাঁজা ও ৮ লিটার তাড়িসহ ৮ জন, ভেড়ামারা থানায় ১কেজি গাঁজা, ২৬ বোতল ফেন্সিডিল ও ১২ জন আসামী, দৌলতপুর থানায় ১শ গ্রাম হেরোইন ও ১১ আসামী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী আটক, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে খুলনা রেঞ্জ এলাকায় এ অভিযান চলছে। সুত্রমতে, সন্ত্রাস দমনে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সোমবার মধ্যরাত থেকে অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। এ অভিযান আরো চলবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া থেকে

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here