কাশ্মীরের আখনুর সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ৩ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার ভোরে নিয়ন্ত্রণ রেখা থেকে ২ কিলোমিটার দূরে আখনুর সেক্টরের বটল গ্রামে এ ঘটনা ঘটে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আজকাল জানায়, সোমবার ভোরের দিকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বটল গ্রাম হয়ে উপত্যকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। তখনই অতিরিক্ত বাহিনীর ছাউনি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঠিক কতজন জঙ্গি ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে উপত্যকার পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। সব সেনা ছাউনিগুলিতেও সতর্কবার্তা পৌঁছেছে। রাজ্য বিধানসভার অধিবেশন চলছে। নিরাপত্তার খাতিরে উপত্যকা জুড়ে উচ্চ সতর্কতা জারি হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here