কানেকটিকাটে মহিলা সমিতির জমকালো বনভোজনবাংলা প্রেস, নিউ ইয়র্ক থেকে :: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে প্রতিবছরের ন্যায় এবারো ব্রুক হ্যাভেন প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন গত শনিবার ব্রুক হ্যাভেন কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশি মহিলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত উক্ত বনভোজনে ছিল শিশু-কিশোর ও বড়দের জন্য নানা ধরনের খেলাধুলা ও হরেক রকমের মজাদার ও মুখরোচক খাবার।
ম্যানচেস্টারের বাংলাদেশি মহিলা সমিতি প্রতিবছর এ বনভোজনের আয়োজন করে থাকেন। দুপুরের মধ্যাহ্নভোজের জন্য নিজ নিজ বাসা থেকে তৈরি করে নিয়ে এসব খাবারের মধ্যে হরেকরকমের তরকারীর সাথে ছিল পোলাও ও সাদাভাত। দিনভর এই বনভোজনে চলে বাঙালি নারী পুরুষদের গল্প আর আড্ডা। শিশু-কিশোররাও মেতে উঠেন বিভিন্ন ধরনের খেলাধুলায়।
সঙ্গীতশিল্পী কৌশলী ইমা ও মেরুনা খান শম্পার তত্বাবধানে ছোট ও বড়দের এসব খেলাধুলা পরিচালনা করেন খোরশেদ হাফিজ।
শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন বনভোজনে আগত অতিথিরা।এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here