কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকক্সবাজার :: জাতীয় কবি বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মদিন উপলক্ষে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের উদ্যোগে আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৪ মে সকাল ১১টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর দ্বিতীয় তলার মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

চার বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবৃত্তি প্রতিযোগিতার পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে নজরুল সঙ্গীত পরিবেশন করেন শ্রেয়সী দাশ, অর্পিতা দাশ, মৃত্তিকা মজুমদার, আফিয়া শামা বৃন্তা, সাবিদ বিন শাহ। তবলায় ছিলেন অর্ণব।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শব্দায়ন আবৃত্তি একাডেমীর উপ-পরিচালক পরেশ কান্তি দে ও সিমুনিয়া খেলাঘর আসরের সংগঠক নৃত্যশিল্পী সনজিত শর্মা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের প্রধান সমন্বয়ক মো. খোরশেদ আলম। সঞ্চালনা করেন মনির মোবারক। সংক্ষিপ্ত কথামালায় আলোচনা করেন কবি নির্বাণ পাল, সংগঠক ফয়সল মাহমুদ সাকিব, সনজিত শর্মা, পরেশ কান্তি দে প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ যথাক্রমে এমআর খান সোহেল, একরামুল হক বাবু, তৌফিকুল ইসলাম, সুমাইয়া নাহরিন টিু, ফারজানা আক্তার, ফয়েজ উদ্দীন লিমন, নাছিমা আক্তার, রাকিবুল ইসলাম, আসিফুজ্জামান সাজিন, ছোটন দত্ত প্রমুখ।

অনুষ্টান সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন মুক্তি কক্সবাজার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।-প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here