Home / অর্থনীতি / এক্সিম ব্যাংকের দুটি নতুন ব্যাংকিং সেবা উদ্বোধন

এক্সিম ব্যাংকের দুটি নতুন ব্যাংকিং সেবা উদ্বোধন

এক্সিম ব্যাংকের দুটি নতুন ব্যাংকিং সেবা উদ্বোধনস্টাফ রিপোর্টার :: দুটি নতুন ব্যাংকিং সেবা উদ্বোধন করলো এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। আজ (৬ ডিসেম্বর ২০১৭) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা সংক্রান্ত ব্যাংকিং সেবা ‘এক্সিম শেফা’ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সেবা ‘এক্সিম ওয়ালেট’ এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

‘এক্সিম শেফা’য় আমানতকারী গ্রাহক প্রয়োজনের মুহূর্তে ব্যাংক থেকে বিনিয়োগ সুবিধা এবং এক্সিম ব্যাংক হাসপাতালে মূল্যছাড় পাবেন, অন্যদিকে ব্যাংকের নিজস্ব কর্মকর্তাদের দ্বারা উদ্ভাবিত দেশের প্রথম মোবাইল অ্যাপ ‘এক্সিম ওয়ালেট’ দিয়ে ব্যবহারকারী যেকোনো মুহূর্তে ফান্ড ট্রান্সফার সুবিধাসহ স্টেটমেন্ট গ্রহণ, ব্যাংকের শাখা ও এটিএম এর অবস্থান জানতে পারবেন।

সেবা দু’টি উদ্বোধন শেষে ব্যবস্থপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংক সবসময়ই গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে, তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা তরান্বিত করতে এক্সিম শেফা এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা এক্সিম ওয়ালেট উদ্বোধন করলো।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হক, মোঃ মুক্তার হোসেন, হুমায়ুন কবির, শাহ মোঃ আব্দুল বারীসহ এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Padma Bridge Rail Link Project 12 Dec. Program (2)

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প: নারায়নগঞ্জে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন সুবিধা প্রদান

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের (পিবিআরএলপি) ক্ষতিগ্রস্ত ...