উত্তরা ইপিজেডে চশমার ফ্রেম ও সানগস্নাস কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা কোম্পানী মের্সাস মাজেন (বাংলাদেশ) ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। এই কারখানা স্থাপনে ওই কোম্পানি ৪ কোটি ৯৫ লাখ ২৫ হাজার ডলার বিনিয়োগ করবেন বলে জানা গেছে। উৎপাদিত চশমার ফ্রেম ও সানগস্নাস বিদেশে রপ্তানি করা হবে। এ ব্যাপারে একটি চুক্তিও সম্পাদন করা হয়েছে বলে সংশিস্নষ্ট সুত্র জানিয়েছে। কারখানাটি স্থাপন হলে নীলফামারীর অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান সৃষ্ঠি হবে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নীলফামারীর উত্তরা ইপিজেড স্থাপন করেন যা ২০০১ সালের ১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সেখানে ৮ টি শিল্পকারখানা গড়ে উঠলে নীলফামারীর অসংখ্য বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হয়। ২০০৮ সালে আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন করলে উত্তরা ইপিজেডের ব্যাপক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেন। গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারী সফর কালে স্থানীয় বড় মাঠের জনসভায় প্রধানমন্ত্রী নীলফামারীর ব্যাপক উন্নয়নের পাশাপাশি উত্তরা ইপিজেডে রেললাইন সংযোগের ব্যবস্থা, বেসরকারিভাবে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ইপিজেডে গ্যাস লাইন স্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি এখানে যাতে আরো শিল্পকারখানা গড়ে উঠে সে ব্যবস্থারও আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর এমন আশ্বাসের প্রেক্ষিতেই এবার উত্তরা ইপিজেডে চশমার ফ্রেম ও সানগস্নাস কারখানা স্থাপন করতে চীনা কোম্পানী মের্সাস মাজেন(বাংলাদেশ) ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এগিয়ে আসে। সুত্র মতে বুধবার বেপজার সাথে ঢাকায় তারা একটি চুক্তি স্বাক্ষর করেন। বেপজার মহা ব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান ও চীনা কোম্পানির চেয়ারম্যান চিউং লাই হিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে এই কারখানা স্থাপনে ওই কোম্পানি ৪ কোটি ৯৫ লাখ ২৫ হাজার ডলার বিনিয়োগ করবেন বলে উলেস্নখ করা হয়েছে। উৎপাদিত চশমার ফ্রেম ও সানগস্নাস বিদেশে রপ্তানি করা হবে। চুক্তি স্বাক্ষরের সময় বেপজা চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নুর আলম/নীলফামারী

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here