উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচার শুরু করল কংগ্রেস। সোমবার উত্তরপ্রদেশের ফুলপুরে নির্বাচনী প্রচার করেন রাহুল গান্ধী। ফুলপুরের জনসভায় দাঁড়িয়ে এদিন রাহুল গান্ধী উত্তরপ্রদেশের মায়াবতী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি এদিন মুলায়েম সিং যাদবকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল গান্ধী। এদিন জনসভায় রাহুল গান্ধী জানিয়েছেন এক সময় গরীবদের দুঃখ দেখে মুলায়েম সিং যাদব ও মায়াবতীর মনে ক্রোধ আসত। কিন্তু এখন তারা রাজনৈতিক ক্ষমতার পিছনে দৌড়াচ্ছেন। তাই এখন তাদের আর গরীবের দুঃখ দুর্দশা দেখে মনে ক্রোধ আসেনা। পাশাপাশি এদিন রাহুল গান্ধী ফুলপুরের জনসভায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশের বাসিন্দাদের জাগ্রত হয়ে ভোটের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে বলেন। রাহুল গান্ধী সভায় জানিয়েছেন উত্তরপ্রদেশের উন্নয়নয়ের জন্য কেন্দ্রীয় সরকার সাত হাজার কোটি টাকার প্যাকেজ দিয়েছিল কিন্তু সেই টাকা উত্তরপ্রদেশের গরীবদের উন্নয়নয়ের স্বার্থে ব্যবহার করেনি উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি এদিন রাহুল গান্ধী জানিয়েছেন গরীব মানুষের দুঃখ বুঝতে হলে নেতাদের তাদের বাড়ি গিয়ে তারা কি পরিস্থিতিতে আছে তা দেখতে হয়। তা নাহলে গরীবদের দুঃখ, কষ্ট বোঝা যায়না। সেইসঙ্গে রাহুল গান্ধী লখনৌ এসে গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের লড়াইয়ে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এদিন রাহুল গান্ধীর হেলিকপ্টার উত্তরপ্রদেশের ফুলপুরে পৌঁছালে বেশ কয়েকজন সমাজবাদী দলের সমর্থক কালো পতাকা নিয়ে তার দিকে ছুটে যায়। ঘটনার সাথে সাথে নিরাপত্তা রক্ষীরা লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শফিকুল ইসলাম/কলকাতা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here