কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে অনার্স (সন্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবছর ভর্তি যুদ্ধে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৪ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ১,৪৬৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে ৭৯,০২২ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় এবারে পরীক্ষার্থীদের সংখ্যা পাঁচ হাজার বেশি। ৫টি অনুষদের ২২টি বিভাগের আটটি ইউনিটের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে নয়টা হতে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, বেলা সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যান্ত দ্বিতীয় শিফট, দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বিকেল ৪টা হতে বিকেল ৫টা পর্যন্ত চর্তুথ শিফটে পরীক্ষা হবে বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে। ১৯ নভেম্বর (এ,এইচ) ইউনিটের, ২০ নভেম্বর (জি) ইউনিটের, ২১ নভেম্বর (ডি,ই,এফ) ইউনিটের, ২৩ নভেম্বর (সি) ইউনিটের এবং ২৪ নভেম্বর (বি) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঝ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here