কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তি ফরম বিতরণ ১০ ডিসেম্বর শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা গোলাম সাকলায়েন জানান, বিশেষ কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তান (‘সন্তান পাওয়া না গেলে সন্তানদের সন্তান’), আদিবাসী/উপজাতি, প্রতিবন্ধী, খেলোয়াড় ও পোষ্যরা ভর্তি হতে পারবে। ভর্তিচ্ছু প্রার্থীরা লিখিত পরীক্ষায় ন্যূনতম পাশ নম্বর (৮০ নম্বরের মধ্যে ৩২ নম্বর) পেলে এবং ইউনিট/বিভাগীয় শর্ত পূরণ হলে ভর্তির আবেদন করতে পারবে। যোগ্য প্রার্থীদের ১০ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় চলতি হিসাব নং- ১০৬-এ ১০০/= (একশত) টাকা জমা দিয়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে এবং ১৭ ডিসেম্বরের মধ্যে একাডেমিক শাখায় জমা দিতে হবে। বিশেষ কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। তিনি আরও জানান, বিশেষ কোটায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য মোট আসন সংখ্যার ৫%, আদিবাসী/উপজাতি ১০ জন, প্রতিবন্ধী ১৫ জন ও খেলোয়াড় হিসেবে ১০ জন ভর্তি হতে পারবে। এছাড়া পোষ্য হিসেবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান, স্বামী বা স্ত্রী (পোষ্য কোটায় ভর্তির জন্য প্রয়োজন অনুযায়ী সংখ্যা নির্ধারিতব্য) ভর্তি হতে পারবে।

জরুরি কিছু তথ্য : মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত/মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদপত্র, আদিবাসী/উপজাতিদের ক্ষেত্রে “বাংলাদেশ আদিবাসী ফোরাম”/ উপজাতিদের গোত্র প্রধানের ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। এছাড়া বাংলাদেশ জাতীয় দল ও যে কোন বয়স ভিত্তিক জাতীয় দলের খেলোয়াড় হয়ে প্রতিনিধিত্ব করেছে এমন প্রার্থী অথবা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সনদপ্রাপ্ত প্রার্থীরা খেলোয়াড় কোটায় আবেদন করতে পারবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here