Capture_4আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম নিজেদের ‘ওয়ান্টেড’ তালিকায় রেখেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।

ইন্টারপোলের ওয়েবসাইটে ওয়ান্টেড পারসনস হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ রয়েছে। তবে কবে থেকে তিনি ‘ওয়ান্টেড’ সে কথা বলা নেই।

ইন্টারপোলের বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) প্রধান মাহবুবুর রহমান ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানান, অনেক দিন আগেই ইন্টারপোলের প্রধান দপ্তরে নোটিশ পাঠিয়েছিলেন তারা।

ইন্টারপোলের ওয়েবসাইটে বাংলাদেশের ৬৭ জন তালিকাভুক্ত ব্যক্তির নাম রয়েছে। তালিকায় সবার শেষে তারেক রহমানের নাম, ছবি ও বিবরণ রয়েছে। তাঁর আগে আছেন মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া পলাতক আসামি আবদুল জব্বারের নাম।

ইন্টারপোলের ওয়েবসাইটে তারেক রহমান সম্পর্কে বিবরণে বলা হয়েছে, তাঁর জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন। এতে তারেক রহমানের উচ্চতাসহ শারীরিক বিবরণও আছে।

ইন্টারপোলের ওয়েব সাইটে এই তথ্য দেখতে ক্লিক করুন এখানে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here