img_8057বাংলার হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে পুনরম্নজ্জীবিত করে এক বৈশ্বিক রূপ দেওয়ার প্রত্যয় নিয়ে শুরম্ন হয়েছে ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভাল-২০১৬।বর্ণাঢ্য এই উৎসবের দ্বিতীয় দিন ছিল গত শুক্রবার। এই আন্তর্জাতিক উৎসবে মূল প্রতিপাদ্য বিষয় ছিল “দেশী কাপড় পরুন দেশী কাপড় কিনুন”। এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণির পাশে সামরিক জাদুঘর  মাঠে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও নেপালের ২৫ জন জনপ্রিয় ডিজাইনার এবং দেশী বিদেশী ফ্যাশন হাউজের অংশ গ্রহনে শুরু হয় এই উৎসবের । উৎসবের দ্বিতীয় দিনে ‘গামছা’ দিয়ে পোশাক তৈরী করে ফ্যাশন মাধ্যমে প্রদর্শনী করেন বাংলাদেশের অন্যতম খ্যাতিমান ডিজাইনার এবং জনপ্রিয় ফ্যাশন হাউজ “বিশ্বরঙ” এর কর্নধার বিপস্নব সাহা। বাংলাদেশের লোকজ বস্ত্রশিল্পে আদি ও অকৃতিম সহজাত প্রবন ভাবে মিশে আছে যে ‘গামছা’ বিশ্বময় পরিচয় ঘটানোর উদ্যোগ  হিসেবে লোকজ দিয়ে পোশাক তৈরী কওে শৈল্পিক ও বৈম্বিক রুপে দেয়ার প্রচেষ্ঠা ডিজাইনার বিপ্লব সাহা করেন ফ্যাশন শোর-শো স্টপার ছিলেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্য শিল্পী,মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

বর্ণাঢ্য এই উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ। এই আয়োজনের সাফল্য কামনা করে তিনি বলেন  এই উৎসব আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তাঁত শিল্প ও এর শিল্পীদের নতুন করে পরিচয় করিয়ে দিবে বিশ্বের দরবারে। উৎসবের আয়োজকদের কো-চেয়ার টুটলি রহমান বলেন এই আয়োজনকে কেবল উৎসবের মধ্যে না রেখে  আমরা এটিকে আনদলনে রম্নপ দিতে চাই।  মৃতপ্রায় এই শিল্পকে বাচানোর জন্য দেশীয় কাপড় কিনতে ও ব্যবহার করতে সবাইকে উৎসাহিত করার জন্য ছিল এই আয়োজন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here