ষ্টাফ রিপোর্টার :: ৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছে তারা দেশের স্বাধীনতা চায়নি বলে দেশের উন্নয়ন করেনি। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। হোটেল রূপসী বাংলার ৪ বছর সংস্কার শেষে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নামে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী হোটেলটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হোটেলের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।

এসময় বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল ও ইন্টারকন্টিনেন্টালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের কূটনীতিক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছে তারা চায়নি বাংলাদেশে উন্নতি হোক কিংবা বাংলাদেশ এগিয়ে যাক। খুব স্বাভাবিকভাবেই যারা দেশের স্বাধীনতাই চায়নি তারা যখন ক্ষমতায় আসে তখন তারা তো চাইতে পারে না দেশের উন্নতি হোক।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ায় উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করব।এছাড়া ২১০০ সালে বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাও আমরা প্রণয়ন করেছি এবং গ্রহণ করেছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here