আমি তার প্রেমে পড়তে চাইআমি তার প্রেমে পড়তে চাই

-আরিফ চৌধুরী শুভ

 

আমি তার প্রেমে পড়তে চাই;
যে বোঝে ঈশ্বর আর আমার পার্থক্য,
যে বোঝে নদীর ভাঙ্গা গড়া আর সাগরের গভীরতার রহস্য
যে বোঝে সাগরের নোনাজল নদীতে গেলে কেন হয় মিঠে,
অথচ বৃষ্টির জলে দুই থাকে মিশে।
যে বুঝে দৃশ্যমান আমি আর অদৃশ্য আমি এক নই,
চোখের ভাষায় যে বুঝবে আমি তার প্রেমে উন্মাদ এক রুদ্রোর কবিতা
ঈশ্বর আমাকে পাঠিয়েছেন শুধু তারই জন্যে
আমি যে এক স্পষ্ট মানুষ!
আমিও যে ভালোবাসি,
আমি তারই প্রেমে পড়তে চাই।।

আমি তার প্রেমে পড়তে চাই;
যে চিনে দৃশ্যত মানুষ আমি এক অদৃশ্যত বহুব্রিহী,
ক্লান্ত দুপুরে কুকিলের সুরে আমি হবো তার আবেগ
স্লিগ্ধ বিকালে রংধনু হয়ে শিল্প আঁকবো তার বুকে
মুক্ত বিহঙ্গের মতো যে উড়বে আমার বিকেলের আকাশে,
গোধুলির আবছা আঁধারে আমাকে জড়িয়ে ধরে ভাংবে প্রকৃতির নিরবতা
জোনাকের নিভু নিভু আলো হয়ে যে হবে আমার ঘরে ঝড়ের রাতের প্রদীপ,
আমি তারই প্রেমে পড়তে চাই।।

আমি তার প্রেমে পড়তে চাই
যে মধ্যরাতে আমার স্বপ্ন চুরি করে
শিশির হয়ে ঝরে পড়বে আমার আঙ্গিণায়,
আমি নগ্ন পায়ে শিশির মাড়িয়ে জড়াবো শুদ্ধতার স্নান
গোলাপের নির্যাস মেখে আমি ঘুমিয়ে থাকবো শ্রদ্ধার শেষবানী শুনতে শুনতে
পৃথিবীর কাছে আমি হবো মমতাজের অক্ষয় প্রেমিক সেই শাহজান,
আমি তারই প্রেমে পড়তে চাই।।

 

০১.০৯.২০১৮

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here