ষ্টাফ রিপোর্টার :: নতুন করে আরো ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে বাংলাদেশি রাইড শেয়ারিং কোম্পানি সহজ ডটকম। এ বিনিয়োগে অংশ নিচ্ছে দুটি সিঙ্গাপুরিয়ান ও একটি চীনা প্রতিষ্ঠান। খবর টেকক্রাঞ্চের।
২০১৪ সালে অনলাইনে বাস টিকেট বিক্রির মাধ্যমে যাত্রা শুরু হয় সহজের। এরপর অন্যান্য টিকেটও বিক্রি করে প্রতিষ্ঠানটি। কিছুদিন পূর্বে মোটরবাইকের রাইড শেয়ারিংয়ে যুক্ত হওয়ার পর সম্প্রতি প্রাইভেট কারও চালু করেছে সহজ।
সহজের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিহা কাদির বলেন, ‘বর্তমানে আমরা প্রতিমাসে ১০ লাখেরও বেশি রাইড সেবা দিচ্ছি।’
তিনি বলেন, ‘ঢাকায় জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি। নাগরিক সেবার কাঠামোগুলো দুর্বল। পাতাল রেল নেই। পরিবহন সেবা দুঃস্বপ্নের মতো। সুতরাং এখানে রাইড শেয়ারিংয়ের সম্ভাবনা ভাল। আমাদের বাস টিকেট সেবাও চলবে।’
সহজের নতুন বিনিয়োগে অংশ নিচ্ছে সিঙ্গাপুরের গোল্ডেন গেট ভেনচার, কোহ বুন হি, এবং চীনের লিনিয়ার ভিসি।
মালিহা কাদির যু্ক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক। যুক্তরাষ্ট্রে ফাইনান্স নিয়ে কাজও করেছেন তিনি। মালিহা জানান, নতুন বিনিয়োগের মাধ্যমে রাইড শেয়ারিং ব্যবসা আরও বাড়াতে চান তিনি। দ্রুত ঢাকার বাইরেও সেবা চালু হবে।
সহজ খাবার ডেলিভারি সেবাও চালু করবে। ভবিষ্যতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহসহ অন-ডিমান্ড সেবা দেয়ারও পরিকল্পনা আছে। আসবে আর্থিক সেবাও।
তবে আপাতত আন্তর্জাতিক বাজারে যাওয়ার পরিকল্পনা নেই সহজের। মালিহা বলেন, ‘বাংলাদেশে কাজ করে অবদান রাখার সুযোগ অনেক।’
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here