নিষিদ্ধ ড্রাগ নেওয়াটাই জীবনের সবথেকে বড় ভুল বলে স্বীকার করে নিলেন দিয়েগো ম্যারাডোনা। শুধু তাই নয়, এখনও তিনি বেঁচে আছেন এটা ভেবে নিজেই অবাক হয়ে যান ফুটবলের রাজপুত্র। একসময়ে এতটাই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, জীবনসংশয় দেখা দিয়েছিল তার।

এক সাক্ষাৎকারে সাবেক আর্জেন্টাইন ফুটবল জাদুকর বলেছেন, ‘‌ড্রাগ নেওয়া শুরু করি যখন আমার বয়স ২৪ বছর। তখন আমি বার্সিলোনায়। এটাই আমার জীবনের সবথেকে বড় ভুল। ‘

এখানেই না থেমে ম্যারাডোনার সংযোজন, ‘‌যখন কোমায় চলে গিয়েছিলাম, আমার মেয়ে প্রার্থনা করেছিল যেন বেঁচে ফিরি। নারী, টাকা নাকি ড্রাগ, কোনটা বড় সমস্যা?‌ আমি বলব ড্রাগ, যা মানুষকে খুন করে। আজ যে আমি কথা বলছি, সেটা ভাবলেই অবাক লাগে। যদি ক্রমাগত ড্রাগ নিতাম, কোন সন্দেহ নেই, মরেই যেতাম। গত ১৩ বছর ধরে আর ওই পথে পা দেয়নি। এখন বেশ ভাল আছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here